গৌতম চন্দ্র বর্মন
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় নবনির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা জানাতে একদিন ব্যাপি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ৩ মার্চ বুধবার বিকালে
সাবেক অধ্যক্ষ ও রাঙ্গাটঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা তাজুল ইসলামের আয়োজনে রানীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমী (রানীশংকৈল) ও নওশীন প্রমীলা ফুটবল একাডেমী (দিনাজপুর) এ খেলা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,নবনির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান, থানা অফিসার ইনর্চাজ এস এম জাহিদ ইকবাল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল, পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সাবেক সাধারণ সম্পাদক মহাদেব বসাক, রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ,আওয়ামী নেতা প্রসান্ত কুমার বসাক,বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের , রাঙ্গা টঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমীর কোচ সুগা মরমু, কোচ জয়নুল আবেদীন এবং নবনির্বাচিত পৌর কাউন্সিলর গণ সহ উপজেলা ও জেলার সাংবাদিকবৃন্দ।এ সময় রাণীশংকৈল পৌরসভার নবনির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান বলেন খেলাধুলা ব্যতীত সমাজ গঠন করা সম্ভব তাই খেলাধুলার কোন বিকল্প নেই খেলাধুলার মধ্য দিয়ে আমাদেরকে মাদক থেকে বেরিয়ে আসতে হবে। রাঙ্গাটুঙ্গী ইউনিট ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ তাইজুল ইসলাম সাংবাদিকদের বলেন ,নবনির্বাচিত মেয়র কে সংবর্ধনা জানাতে ও যুব সমাজকে মাদকের এ ভয়াল থাবা থেকে বেরিয়ে আনতে খেলার বিকল্প নেই যুব সমাজ কে খেলায় উদ্বুদ্ধ করতে আমার এই প্রীতি ম্যাচের আয়োজন। খেলা শেষে মঞ্চে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় নওসিন প্রমীলা ফুটবল একাডেমী (দিনাজপুর) ২-১ গোলে জয় লাভ করেন।
Leave a Reply